পূর্ণিমার চাঁদ দেখছে খোকা
বাড়ীর জানলা দিয়ে ,
চাঁদ যেন এক ভাতের থালা
দেখবে হাতে নিয়ে ।
সারাটি দিন খায়নি খোকা
ঘরে চাল যে বাড়ন্ত ,
গরীব দুঃখীর খোকার ভাগ্যে
ক্ষুধার নাই রে অন্ত ।
খোকার লাগি মা বাবাদের
কতই না ভাবনা ,
খোকার সব অভাব মেটায়
সয়ে কত যন্ত্রণা ।
খাবার আনতে মা বাবারা
জড়ায় কত ঘাম ,
বড় হয়ে খোকারা কি
দেয় তার সঠিক দাম ?