পূর্ণিমার চাঁদ আমি হেরিনু নয়নে
মুগ্ধ দৃষ্টি মেলে দেখি তারে অপলকে ,
আলো ছড়ায় সে মোর শয়নে স্বপনে
আঁধার থাকেনা রাতে আলো চক চকে ।
স্নিগ্ধ আলো লয়ে জাগে পূর্ণিমার চাঁদ
হৃদয়ে জাগায় প্রেম তীব্র ব্যাকুলতা ,
ছলনাময়ী রমণী পাতে তার ফাঁদ
জ্যোৎস্না ভরা রাতে দেয় প্রেমের বারতা ।


অগোছালো হয়ে যাই গোছালো মানুষ
আকাশের পানে চেয়ে থাকি মুগ্ধ চোখে ,
পূর্ণিমার চাঁদ দেয় আলো অকলুষ
হৃদয় হারাতে বলো কে আমায় রোখে ।
জ্যোৎস্নার আলো যখন হয় ম্রিয়মাণ,
বৈরাগী নাচ নে কাঁদে মোর মন প্রাণ ।