১৪৩


জন্ম তবে বৃথাই হবে যদি না পাই দিশা ,
প্রিয়ার দেখা না পেলে যে মিটবে না মোর তৃষা
অমাবস্যার আঁধারে মোর হৃদয় আছে ঢাকা
ভালবাসা পেলাম কোথায় পেলাম শুধু ঈর্ষা ।


১৪৪


তোমার চোখের তারায় দেখি আমার চরম সর্বনাশ
জানিনা কোন কারনে বুকে তোমার এত দীর্ঘশ্বাস!
আমায় নিয়ে খেললে তুমি কত রঙ্গ রসের খেলা,
বেলাশেষে বলবে কি গো সখী এ কোন অভিলাষ?