বাংলা আমার মায়ের ভাষা সেতো সবার জানা,
মায়ের ভাষা কেড়ে নিতে বর্গীরা দেয় হানা ;
বাংলা মায়ের দামাল ছেলে করলো প্রতিবাদ,
মায়ের ভাষায় কথা বলতে নেয় মৃত‍্যুর স্বাদ।

সালাম বরকত রফিক জব্বার আরও কতজন,
ভাষার তরে জীবন দিল কাঁদে সবার মন ;
সে দিন ছিল ঊনিশ’শ বায়ান্নর একুশে ফেব্রুয়ারি,
রক্তে ভেজা সে দিনের কথা ভুলতে কি আর পারি?

‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ শ্লোগান উঠে ঘরে ঘরে,
মানেনি তা পাক জান্তা তাই চালায় গুলি নির্বিচারে ;
রক্তস্নাত সেদিন যে বিরহ বিধুর একুশে ফেব্রুয়ারি,
কেমনে ভুলি সেদিনের কথা কভু কি ভুলিতে পারি?