মুক্তির পথ দেখাতে এল রমজান,
পবিত্রতায় কাটবে জীবন সবার,
খুলে গেল আজ সব জান্নাতের দ্বার ;
সিয়াম সাধনা করে তৃপ্ত শান্ত প্রাণ।
রমজানে থাকবেনা কোন ভেদাভেদ,
থাকবেনা হিংসা দ্বেষ দ্বন্দ্বের সংঘাত,
দেখবে আলোয় ভরা নতুন প্রভাত ;
মিথ‍্যা আর জুলুমের হবে ব‍্যবচ্ছেদ।


রমজান শিক্ষা দেয় ত‍্যাগের মহিমা,
দুঃস্থের ‍ব‍্যথার সাথী ধনীর দুলাল;
রোজা রেখে ভুলে যায় সে আত্মগরিমা,
মুসলিম মেনে চলে হারাম হালাল।
আল্লাহর রহমত পাই রমজানে
মাগফেরাত নাযাত পায় পূণ‍্যবানে।