বছর ঘুরে ধরার বুকে
এলো মাহে রমজান,
নিয়ম মেনে রোজা রাখলে
পাবে যে তার প্রতিদান।
নামাজ পড়বে যাকাত দিবে
ঈমান করে মজবুত,
হজ্জ করে মক্কা যেয়ে
তারাও মনের খুত্ খুত্।
রহমত ও মাগফেরাত আর
নাজাতের এই মাস,
ইবাদতে মন দিয়ে হও
আল্লার বান্দা খাস্!
শয়তান তো দেবেই ধোঁকা
করবে নানা ছল্,
রোজা রেখে তারাও ওদের
মনে আনো বল্।
প্রতিবেশীর কান্না শুনে
হাত বাড়িয়ে দাও,
রোজার দিনে দান সাদাকায়
জান্নাতী হয়ে যাও।