রাত জাগা পাখি তুমি আমায় ডেকনা,
তোমার ডাকেতে ঘরে থাকতে পারিনা ;
দূর থেকে ডাকো তুমি কাছেতো আসনা,
তোমার বিরহে মনে জাগিছে বেদনা।
জোৎস্না ভরা এ রাতে বধূ কাছে নাই,
একা আমি বিরহের গান শুধু গাই ;
পূর্ণিমার চন্দ্রালোকে খুঁজিয়া বেড়াই,
মনে বড় আশা যেন তার দেখা পাই।

সে যে আলেয়ার আলো সুদূরে মিলায়,
জোনাক পোকার মত আসে আর যায় ;
রাতে ডাকে পাখি ফিরে আপন কুলায়,
সে কেন আসেনা হায় মোর আঙ্গিনায়।
খুলিয়া মনের দ্বার বসে আছি একা,
জানিনা কখন কবে পাব তার দেখা।