৮৭


আকাশে আজ মেঘের ভেলা ঝড় বাদলের পূর্বাভাস,
নিম্ন চাপে ফুসছে জলধি আসছে ধেয়ে জলোচ্ছ্বাস ;
জীবন যাত্রা থমকে দাঁড়ায় আঁধার নামে জগতময়,
শঙ্কা জাগে মনের কোণে আবার কত জীবননাশ।


( স্বরবৃত্ত ছন্দে )


৮৮


সাকীর পেয়ালা শূন‍‍্য যে আজ রাখছে না তার খবর কেউ,
ঝড় এসে তার সরায় নেকাব হৃদয়ে জাগলো ব‍্যথার ঢেউ ;
রঙ মহলের জলসাতে আজ শূন্য মদিরা বিরহী রাগ,
অনেক আশায় ভরায় পেয়ালা আসবে  হয়ত কেউনাকেউ।


( মাত্রাবিত্ত ছন্দে )