আমার হৃদয়ে যে পূর্ণিমা লুকানো আছে
তারে কি তুমি খুঁজে নেবেনা ?
আমার দৃষ্টিতে যে অমাবস্যার আঁধার
তারে কি তুমি সরিয়ে দেবেনা !
আজও আমার চোখে ভাসে সেই গোধূলি লগ্ন
যেখানে তুমি নেই আছে একরাশ হাহাকার ,
আজও যখন হাটি বড় রাস্তা ছেড়ে গাঁয়ের পথে
যেখানে প্রকৃতি ও প্রেম মিলেমিশে একাকার ;
স্মৃতিরা হানা দেয় কঠিন বাস্তবতার সিংহদ্বার খুলে ,
আম জাম কাঁঠালের বন পেরিয়ে ,
ধান শালিকের প্রান্তর ছাড়িয়ে
তুমি এসেছিলে রাজহংসীর মত হেলে দুলে ;
দুচোখে ভাল লাগা অন্তরে প্রেম
কণ্ঠে ছিল কোকিলের গান ,
শহরের কোলাহল ছেড়ে গাঁয়ের নির্জনতায়
দেখেছি তোমায় দিয়েছি মন ও প্রাণ ।
প্রথম দেখা গোধূলি  বেলায় ,
কপোত কপতি সেজে মেতেছি খেলায় ;
হঠাৎ এল ঝড় ভেঙ্গে গেল ঘর তুমি হলে পর !
তবু ভুলিনি তোমায় , আছি অপেক্ষায়
যদি ফিরে আসো , আর একটিবার কাছে এসে
অবগাহন করো আমার হৃদয়ের পূর্ণিমায় ।