সারা অঙ্গে হিমেল হাওয়া , মিষ্টি রোদের খেলা,
কার্তিক এসে ঝরা পাতায় লিখে দিল
এসেছে হেমন্ত বেলা ।
ঘাসের ঠগায় শিশির কণা মুক্তা যেন হাসে,
ঢেউ বয়ে যায় পাকা ধানের ক্ষেতে
হেমন্তে অলস বাতাসে ।
কৃষকের গৃহে আনন্দধারা ফসল তুলবে ঘরে,
কুয়াশাচ্ছন্ন সকালে ঘুম ভাঙ্গে তার
হেমন্ত এসেছে দ্বারে !
কার্তিক শেষে আঘন আসে কাটা শেষ ধান
চলে নবান্ন উৎসবের আয়োজন
গেয়ে হেমন্তের জয়গান ।
নব পল্লবে ফুল ফোটে পাখিদের কলরব ,
অসে আঘন নিয়ে পিঠা পুলি
আর শিউলির সৌরভ ।
গাঁয়ের মাঠে বটের ছায়ায় বসে গ্রাম্য মেলা ,
নববধূ সখের কেনাকাটা
হেমন্ত দিনের খেলা ।
প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে ,
নব যৌবনা রমনীর বেশে
রবে হেমন্ত ঋতু মাঝে ।
বাংলা মায়ের কোলে আজ সুখের নেই অন্ত ,
শান্তি সুখের চাদর বিছিয়ে
এসেছে ঋতুলক্ষী হেমন্ত।


মুক্ত ছন্দের কল্পরূপ