১৯৬


তোমার দু’চোখে দেখি আমার মরণ,
ঠোঁটের হাসিতে হয় হৃদয় হরণ ;
হাতে হাত রেখে করি ভাব বিনিময়,
ছলনায় ভাঙ্গে মোর সুখের স্বপন!


১৯৭


প্রাণের প্রদীপ জ্বেলে আমায় করেছো ঋণী,
জেনেছি আজ তুমিই আমার প্রাণ সজনী ;
চিত্ত ভরে আনন্দেতে তব ভালবাসা পেয়ে,
আর নয় হতাশার গ্লানি নয় বিনিদ্র রজনী।