৯২
আমারে করিয়া নিঃস্ব তুমি ছেড়ে গেলে বিশ্ব,
কেমনে ভুলি গো বলো যাবার বেলার দৃশ্য ;
বিরহ জ্বালায় জ্বলে মরি আমি কেঁদে কেঁদে,
স্মৃতিগুলো ঝরে যায় স্বপ্নেরা হয় অদৃশ্য।


( বিরহ )


৯৩
অরুণ-আভার  প্রাতে  প্রেমময় সন্তরণ,
সুরভিত সমীরণ মধুময় দিনক্ষণ ;
ভালবাসা প্রেম মায়া উথলি ওঠে অন্তরে,
প্রিয়ার সান্নিধ্য  পেয়ে হৃদে জাগে আলোড়ন।


( প্রেম )


৯৪
চলে যাবে এই যদি ছিল মনে,
ডাকিলে কেন গো তব কুঞ্জবনে!
প্রেমের খেলায় কতটা পোড়াবে!
একাই ছিলাম ভাল এক ধ‍্যানে।


( বিরহ )