১০৩
মানুষ হারায় মন খেয়ালের বশে,
ভুলে যায় দুঃখ স্মৃতি রূপ রঙ রসে ;
প্রত‍্যাশার আলো জ্বেলে অপেক্ষায় রয়,
সুখ চায় পেতে তারা ভালবাসা চষে।


১০৪
হেলা খেলা করে কাটিয়েছি কত বেলা,
সুসময়ে বসে মানুষের কত মেলা ;
সবাই নিয়েছে বিনিময়ে কিছু নাই,
বুঝতে পারিনি জীবনের জুয়া খেলা।