৯৮
আস্তিকের কাছে সৃষ্টি রহস্যের আছে সব সমাধান ,
সৃষ্টিকর্তা আছে বিশ্বাসী যে জন বলে সব তার দান ;
নাস্তিকের আছে শুধুই কল্পনা অভিজ্ঞতার নির্যাস ,
প্রত্নতত্ব খুঁজে করে প্রস্তাবনা কত আগে এলো প্রাণ ।


( সৃষ্টি রহস্য )


৯৯
বিবেকের কাছে প্রশ্ন করে একবার জেনে নাও ,
প্রেমহীন ঠাঁই ঘরখানা হোক তুমি কি তা চাও !
হারানো প্রেমের কষ্ট দেখে যদি হও উচাটন ,
দুঃখ পাবে শুধু , বেদনার স্মৃতি সব ভুলে যাও ।


( বিরহ )


১০০
মরুচারী এক কিশোর বালক আহমদ নাম যার ,
বিশ্বাসী বালক আলআমিন নামে পরিচয় হলো তার ;
অনাচার দেখে কাঁদে মন তার তিনি শেষ পয়গম্বর ,
সাম্য মৈত্রী নিয়ে এলো মহানবী ইসলামী দুনিয়ার ।


( ধর্মীয় )