১১৯


জন্ম আমার মানুষ রূপে মানুষ হলাম কই !
হাত পা মাথা সবই আছে তবু মানুষ নই ,
বিবেক আমার ব্যক্তি স্বার্থে সদা ব্যস্ত রয় ;
জুলুম দেখেও তাইতো আমি নিরব হয়ে রই ।


১২০


আদি থেকে অদ্যাবদি লড়ছে মানুষ বাঁচতে .
জীবনভর সুখী হয়ে চায় যে তারা থাকতে ,
দুঃখ কষ্ট চায়না পেতে করছে তারই চেষ্টা ;
ন্যায় অন্যায় সব ভুলে যায় সুখের লাগাম ধরতে ।