৯৫
রাতের আঁধার ছেদি প্রেম এসেছিল একবার
আমারই আঙ্গিনায় ধ্রুবতারা হয়ে উচ্চাশার,
ভালবেসে বলেছিল থাকতে এসেছি কাছাকাছি ,
পান পাত্র শূন্য দেখে প্রেম খোঁজে পথ আলেয়ার ।
( প্রেম )


৯৬
দেনা পাওনার  হিসেব নিকেশ  দেখা হয়নি বহুদিন ,
দেয়া হয়নি প্রাপ্য পাওনা বলেই বাড়ছে শুধুই ঋণ ;
গরীব মরছে অনাহারে তাও দিচ্ছে না কেউ শ্লোগান ,
মহাজন বেটা ভীষণ চালাক করছে হেসে মুষ্ঠি দান ।
( মানবতাবাদী )


৯৭
প্রথম কোথায় কখন কেমন করে মানুষ এলো ধরায় ,
ধর্মের ব্যাখ‍্যায় পাইনা উত্তর কোন শুধু বিভেদ বাধায় ;
বিজ্ঞানী বলেন যা তা মানতে চায়না যুক্তিবাদী এ মনটা ,
মানব সৃষ্টির রহস্য খুঁজিনা তাই খুঁজি বাঁচার উপায় ।
( সৃষ্টি রহস্য )