৮৯


আত্মর মহিমা খোঁজে অন্তহীন শান্তি ,
ভোগ বিলাসিতা আনে মানবিক ভ্রান্তি ;
তার তরে মানবের চলে হুতাশন ,
ভাল কিছু পেলে তাই মুছে যায় ক্লান্তি ।

৯০


বিষণ্ণ নদীর মত অপেক্ষায় আছি ,
কখন আসবে বার্তা যাকে ভালবাসি ;
কখন শুনাবে গান ভুলে অভিমান ,
আর কেন কাল্ ক্ষয় এসো কাছাকাছি ।

৯১


আমি তো জনম ভরে খুঁজলাম তারে ,
চোখ মেলিয়া প্রথম দেখলাম যারে ;
বলেছিল কানে কানে সাথী হয়ে রবে ,
কি করে সে থাকে দূরে ভালবাসে যারে !