দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে যেয়ে
বাবা যেদিন গুম হলেন, প্রতিজ্ঞা করেছিলাম
বড় হয়ে লড়বো দুর্নীতির বিরুদ্ধে ,
শাস্তি দেব দুর্নীতিবাজদের ।
এখন আমি অনেক বড় হয়ছি ,
লেখাপড়া শেষ করে উকিল হয়েছি ,
বিয়ে ছেলে মেয়ে সংসার হয়েছে ,
বাঁচার তাগিদে প্রতিনিয়ত লড়াই করছি ;
সুখ স্বাচ্ছন্দের খোঁজে ভুলে গেছি
ন্যায় অন্যায় সত্য মিথ্যার ভেদাভেদ ।
ঝাপসা হয়ে গেছে হারিয়ে যাওয়া পিতার স্মৃতি
যৌবনের সেই প্রতিজ্ঞা সেই আত্ম অহংকার
আজ শুধুই প্রলাপ মনে হয় ।
বাস্তবতার যাতাকলে মুখ থুবরে পড়ে থাকে
ভাল কিছু করার প্রত্যাশা গুলো ,
সততা বলে আজ আর কিছু নেই
শুধুই মিথ্যাচার শুধুই দুর্নীতি ,
আত্মকেন্দ্রিক ব্যক্তি স্বার্থের চর্চা ও নীতি ।
গড্ডালিকায় ভাসিয়ে নিজেকে ভাবতেই পারিনা
প্রতিবাদের কথা, মূল‍্যবোধের কথা, বাবার কথা !
আমি যেন মানুষ নই রিমোর্ট কন্ট্রোলে চলা এক
যান্ত্রিক রোবট !