১২৮


এই মন খোঁজে তারে পথ দেখাবে যে মোরে,
যাবো সেই খানে যেথা শান্তির পায়রা ওড়ে ;
জীবন চলার পথে ওঠে কত এলোমেলো ধুলি ঝড়,
সে কোথায় যে হবে কাণ্ডারী মোর নিধুয়া পাথারে।


১২৯


শরাবের নেশা গেছে টুটে সাকীর দু’চোখে ঘুম,
থেমে গেছে বাইজির নাচ নুপুরের ধ্বনি রুম জুম ;
প্রিয়ার অঙ্গে ক্লান্তির ছোঁয়া আছে হারাবার যন্ত্রণা,
নিজেরে হারায়ে খুঁজি মধ‍্যরাতে বাকী রাত নির্ঘুম।