১৩০


আপন মনে ছন্দে দুলে ছুটছে ঝর্ণাধারা,
পাহাড় থেকে আসে নেমে হয়ে পাগল পারা ;
ছল ছলিয়ে ছুটে চলে নদীর মোহনাতে,
চলার পথে সব ছুঁয়ে যায় হয়ে আত্মহারা।


১৩১


কিসের এত ভাবনা বলো কিসের এত দ্বন্দ্ব ,
জীবন নিয়ে ভাববে যত হারিয়ে যাবে ছন্দ ;
চাওয়া পাওয়ার জটিলতায় থমকে যেতে হবে ,
ছলা কলায় সুখ থাকেনা স্বার্থ প্রেমে অন্ধ ।


১৩২


কত আর বলবো তোকে ভালবাসি ,
আর কত থাকবে দূরে সর্বনাশী ;
সুদূরের মরিচিকায় তোমায় খুঁজি ,
আর কত বলবে তুমি অবিনাশী !