১২১


হায়রে মানুষ সারাজীবন রইলি পড়ে টাকার মোহে,
বন্দী করে রাখলি তোরে লোভ লালসার তীব্র দ্রোহে ;
জীবনটারে ধ্বংস করিস ভোগ বিলাসে মত্ত থেকে,
আর কতকাল থাকবি ওরে ভ্রান্ত পথের অবরোহে।


১২২


কাব‍্যভুবন নিংড়ে কবি যে আজ হলো আত্মহারা,
জীবনবোধের ভাবনাতে তার নিজের জীবন ছন্নছাড়া ;
মুক্ত মনের ভাবনাতে তার থমকে দাড়ায় কাব‍্যলেখা,
মানব মনের ছবি আঁকতে নিজেই হলেন গৃহহারা।