৫১

সদ‍্য ফোটা ফুলের মত স্নিগ্ধ তুমি,
তোমার রূপের ঝলক দেখে মুগ্ধ আমি ;
প্রাণ জুড়ানো আমার গানের স্বরলিপি,
তুমি আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি।

৫২

রূপ দেখে তোর নয়ন জুড়ায় ভরে সবার মন,
তোর বুকেতে লুকিয়ে আছে সাতটি রাজার ধন ;
ধন ও ধানে পুষ্পে ভরা তুই প্রিয় বাংলাদেশ,
সকল দেশের রাণী বলে করছি সম্বোধন।


( দেশপ্রেম )