৮১


সন্তান হারা মায়ের বুকে জমা হয়েছে বড় অভিমান  
বলো কে তারে সান্ত্বনা দেবে কে শোনাবে রে অভয়ের গান ;
সত্য ন্যায়ের প্রতীক ছিল তাই কি মৃত্যু দিলো  হাতছানি ?
পুত্র শোকের বিহবলতায় কাঁদছে শুধু ঐ মায়ের প্রাণ ।



৮২


আজো ফুল ফোটে প্রজাপতি ওড়ে পাখি গান গায় ,
নদী বয়ে চলে আপনার বেগে রূপসী বাংলায় ;
সভ্যতা বিকাশে লোকালয়ে জাগে তীব্র কোলাহল ,
উদিত হয়েছে নয়া দিবাকর নব প্রত্যাশায় ।