*******************************************
৩১
একটুখানি ভালবাসা আর একটু কাছে আসা ,
প্রিয়ার চোখে চোখ রাখবো গো মনেতে ছিল আশা ;
প্রেমেতে ভরা মনটি যে তার ছিল মোর চাওয়া ,
আর কতটা পাগল হলে গো  দেবে সে ভালবাসা

***********************************
৩২
দিনের আলোয় আলোর বিক্ষেপণে আকাশ তুমি নীল
জ্যোতির্বিদ্যায় তুমি খ-গোলক গ্রহ নক্ষত্রে ভরা ইন্দ্রনিল
ভূপৃষ্ঠের বাইরের মহাশূন্য ও বায়ুমণ্ডল দিয়ে গড়া তুমি
মেঘ, রংধনু, বজ্রপাত ,মেরুপ্রভা, পাখিরা করে গতিশীল

**********************************