১৩৮
নিজের কথা নিজেই যখন ভাবছি বসে একা ,
চেয়ে দেখি কেউ কোথাও নেই জীবন টাই ফাঁকা ;
আলোক দোলায় দুলছে আমার হারিয়ে যাওয়া মন ,
নিঃসঙ্গতার কাঁদছে হৃদয় বিরহের ছবি আঁকা ।


১৩৯
তুমি আমার ধ্যানে জ্ঞানে চেতনাতে,
আছো মিশে একাত্ম হয়ে ভাবনাতে ;
তোমায় কাছে পেলে স্বর্গ খুঁজে পাই,
তুমি আমার চাঁদের আলো গহীন রাতে ।


১৪০
হাজার রাতের একটি রাত আমায় তুমি দাও,
গভীর প্রেমের আবেগ দিয়ে কাছে টেনে নাও ;
তবেই আমি তৃপ্ত হবো শান্ত হবে মন,
দূরে থেকে দুঃখ দিয়ে কি সুখ তুমি পাও!