৮৫


খাচা ভেঙ্গে পাখি উড়ে যেতে চায় দূর আজানায় ,
মায়ার বাঁধন সয়না যে তার প্রেমের বাধন চায় ;
আদর সোহাগে ভরেনা যে তার মন করে ছটফট .
যে প্রেমের টানে ছুটে যায় তারে সহজে কি পায় !


৮৬


যৌবন যার করে টলমল সে তো প্রেমে পড়বেই ,
রূপের মোহে যে দিশেহরা হয় সে তো গান গাইবেই ;
মধুলোভী ভ্রমর করে আনাগোনা পলকে কাড়ে মন ,
হৃদয় তার কোমল অতি প্রেমের টানে মন হারাবেই ।