৩২৩
আগুন লেগেছে মনে পুড়ে হলো ছাই,
ফাগুন হয়েছে শেষ ঝড় ওঠে তাই ;
বজ্রের গর্জনে আজ প্রাণে জাগে ভয়,
প্রিয়া যায় ছেড়ে তাই ব্যথা শুধু পাই।
৩২৪
ঝরা পাতার মত আমার প্রেম যে হারায়,
সেই শোকে মোর দুটি চোখে জল বয়ে যায় ;
তবু প্রিয়ার মান ভাঙ্গে না দূরে সরে রয়,
তাইতো এ মন তারে শুধু কাছে পেতে চায়।