১৫৩


যে ফাগুন দেখেছিলাম বায়ান্নোতে বাঙালির বুকে,
যে আগুন দেখেছিলাম একাত্তরে বাঙালির চোখে ;
সে ফাগুন আজও আসে শুধু জ্বলে না আগুন ,
রক্তাক্ত প্রান্তর প্রতিবাদে নয় প্রতিহিংসায় ঝুঁকে ।।


১৫৪


ত্রিশ লক্ষ বাঙালির প্রাণ দুই লক্ষ নারীর সম্মান ,
পেয়েছি বাংলাদেশ সুজলা সুফলা বিধাতার দান ;
কত আনন্দ কত উৎসব বিফলে যায় প্রতিহিংসায়
ভাইয়ের হাতে ভাই তাই বুঝি আজও দেয় প্রাণ !



দেশাত্মবোধক ভাবনা