কোথাও আর পাইনি খুঁজে  ধরনীতলে সবুজ প্রান্তর,
সারি সারি বৃক্ষরাজি ফুলে ফলে সুশোভিত অঙ্গতার ;
হিজল তমাল অশত্থের ছাঁয়াতলে শৈশব খেলা করে,
নদী বিধৌত সোনার বাংলাদেশ কেমনে ভুলি তারে।


কোথাও পাইনি খুজে ফসলে ভরা মাঠ সবুঝ বনানী,
রূপে অপরূপ বাংলা মায়ের কোল বড় মনোহারিণী।
কত শোষন বঞ্চনা কত রক্তক্ষরণ এই বাংলায়,
তবু সে থাকে চিরঅম্লান আপন রূপের মহিমায়।


কোথাও পাইনি খুজে দিঘির জলে ফোটা শতদল,
পাইনি খুজে বাংলা মায়ের আঁচল পাতা বৃক্ষতল ;
ছয় ঋতুতে ছয়টি রূপে সাজে সোনার এই দেশ ;
ঋতু বৈচিত্রে ভরা দেশ আমাদের প্রিয় বাংলাদেশ।



17/05/2020