প্রকৃতির দানে ভরা রূপসী এই বাংলাদেশ ,
রূপ দেখে তার সবাই বলে আহা বেশ বেশ ;
হেথা ভোরে ঘুম ভাঙ্গে পাখীদের কলতানে ,
জেগে ওঠে লোকালয় আজানের আহবানে ।
ছয় ঋতুতে ছয় রূপে সেজে থাকে বাংলা মা ,
রূপে যে তার মুগ্ধ সবাই পায়না খুজে উপমা ;
গ্রীস্মের খা খা রোদ্দুর আর কালবৈশাখী ঝড়,
বর্ষায় আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে ঝর ঝর ঝর ।
কাশফুলে ঢেউ বয়ে যায় শরৎ যখন আসে ,
হেমন্তে মাঠে পাকা ধান দেখে কৃষক হাসে ;
হিমহিম শীত আসে বাংলায় কাথা মুরি দিয়ে ,
বসন্তে কুকিলের কুহুতানে মন যায় জুড়িয়ে ।
আঁকাবাঁকা নদী মেঠো পথ আর সবুঝ প্রান্তর ,
ছায়াঘেরা বনানী শস্যক্ষেত দেখে ভরে অন্তর ;
কত অপরূপ আমার এ বাংলা মায়ের কোল ,
মা তোর রূপ দেখে সবার মনে লাগে দোল ।