৭৮


কঠিন হৃদয় থেকে উচ্চারিত হয় আবেগী প্রেমের গান ,
ভালবাসার আকাঙ্ক্ষায় উদ্দীপিত হয়ে উঠেছে নির্লিপ্ত প্রাণ ;
সতেজ গোলাপ হাতে যখন সে আসে প্রিয়ার উষ্ণ সান্নিধ্যে ,
বিরহের অবসানে ভুলে যায় প্রিয়া তার সব অভিমান ।


৭৯


ভোরের আলো ফুটলো যখন গাই লো পাখি গান ,
বউ কথা কও কিচিরমিচির ভর লো সবার প্রাণ ;
প্রজাপতি মেলছে ডানা বসছে ফুলে ফুলে ,
সোনা রঙে হাসছে ধরা সব প্রকৃতির দান ।


৮০


তুমি কি গ্রীষ্মের দুপুর প্রচণ্ড তাপদাহ তপ্ত বালুকণা ,
বুকে তোমার রুক্ষ বাতাস আঁকে বিরহের আলপনা ;
তুমি কি বৈশাখী ঝড় তছনছ করো সাজানো বাগান ,
প্রতিহিংসার আগুনে নিজেকে পুড়িয়ে বাড়াও যন্ত্রণা ।