বাংলার আকাশ বাংলার বাতাস
বাংলাদেেশের মাটি ,
সোনার চেয়েও দামী যে তা
সবার চেয়ে খাটি ।
এই দেশেতে সোনা ফলে
ফলে সোনার ধান ,
এই দেশেতে জন্মে মোদের
চির সবুজ প্রাণ ।
খোদার দানে ভরা এ দেশ
সবুজ ছোঁয়া মাঠ ,
ষড়ঋতুর রূপ দেখে পাই
ভালবাসার পাঠ ।
বর্গীরা তাই বারে বারে
এ দেশে দেয় হানা ,
হাজার বছর শোষণ করে
সে তো সবার জানা ।
নির্যাতনের যাতাকলে
এ দেশ মাটি কাঁদে ,
বাঙ্গালী তাই বিদ্রোহী হয়
অস্র নিলো হাতে ।
লক্ষ প্রাণের বিনিময়ে
স্বাধীনতা আনে ,
শোষণ মুক্তির আবেগ জাগে
বাঙ্গালীদের প্রাণে ।
এসো সকল ভাই বোনেরা
ভুলে দ্বিধা দ্বন্দ্ব,
সোনার বাংলা গড়বো হয়ে
দেশের প্রেমে অন্ধ ।