বাইগার ঐ নদীর তীরে টুঙ্গিপাড়া গ্রাম,
সেই গ্রামেরই দুষ্টু ছেলে খোকা যে তার নাম ;
দুষ্টুমিতে সেরা যেমন বুদ্ধিতে ও পাকা,
সে ছবিটা আজও সবার হৃদয় পটে আঁকা।

গ্রামের সকল দামাল ছেলে মানে তারে নেতা,
মনে সদা থাকতো তার কি করে যায় জেতা ;
খেলাধুলা বক্তৃতাতে ছিলেন সবার সেরা,
লেখাপড়ায় মেধাবী তাই হয়নি ঘরে ফেরা।

টুঙ্গিপাড়ার সেই ছেলেটার একটি শ্লোগানে,
কাঁপলো বাংলা জাগলো মানুষ ছুটলো দৃপ্ত প্রাণে ;
জয় বাংলা শ্লোগান তুলে দিলেন তিনি হাক্,
ছয় দফা সাতই মার্চ স্বাধীনতার ডাক্।

একাত্তরের মুক্তিযুদ্ধে তিনিই ছিলেন ত্রাতা,
যুদ্ধ করে বাঙ্গালী তাই আনলো স্বাধীনতা ;
আজও তাইতো স্মরণ করি সেই ছেলেটার কথা,
নয়নের মনি শেখ মুজিব যার স্মরণে পাই ব‍্যথা।

           ************


আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন, আজ তাই শ্রদ্ধা ভরে স্মরণ করে আমার এ ক্ষুদ্র প্রয়াস বঙ্গবন্ধুকে উৎসর্গ করলাম *