অনেক দিন আশা হয় নি এই পথে,
আজ এলাম অনেক দিন পর
কি যে ভাল লাগছে আমার!
দিগন্ত জুড়ে সবুজ মাঠ মাঝে ছোট খাল,
এঁকে বেঁকে চলে গেছে সন্ধা নদীর পানে ;
মাঠ পেরুলেই পেয়ারা বাগান,
কী যে ভালো লাগছে আমার
আজ এই সকালবেলায় তোমায় কাছে পেয়ে,
যৌবন যেন ফিরে এলো ভাললাগার স্রোতে!
শীতের এ সকাল কুয়াশা ফুরিয়ে গেছে,
রৌদ্রস্নাত শিশির ভেজা ঘাসে নগ্ন পায়ে হেটে
তুমি এলে কাছে, কেমন করে বলি?
কী যে ভালো লাগছে আমার!
নির্মল নীল আকাশ, পাখির কূজন,
চারিদিকে ফুল পাখিদের খেলা
প্রজাপতির মেলা, হৃদয় হয়েছে উতলা
পুরানো সেই হাসি মাখা মুখ
তোমায় দেখি মুগ্ধ নয়ন মেলে, কেমন করি বলি
কী যে ভালো লাগছে আমার!
পুরানো সব স্মৃতি ভেসে বেড়ায়
শৈশব কৈশোর পেরিয়ে যৌবনের স্মৃতি কথা
এই পথে মাঠে প্রান্তরে মিশে আছে
ভালবাসার আবেগঘন ফল্গুধারায়
সবই তোমায় ঘিরে, তুমি আছো থাকবে
আমার হৃদয় জুড়ে, যতদিন বেঁচে আছি
এ ধরণীর সুশীতল ছায়াতলে।