মানুষের কল‍্যাণে অমর কৃতি
যারা রেখে গেছে এই অবনী পরে  ,  
নজরুল তুমি হলে তার একজন  
তোমারে সালাম করি শ্রদ্ধা ভরে ।
তুমি লিখেছো কবিতা বিদ্রোহী নামে  
গেয়েছিলে গান শিকল ভাঙ্গার ,
করেছিলে বিদ্রোহ শোষিতের কবি  
দিয়েছিলে ডাক তুমি মানবতার ।
দুখু মিয়া নাম যার দুঃখের সঙ্গে  
ছিল বসবাস দমে যাও নি তুমি ,
শত কষ্টে গেয়েছো সাম্যের গান  
স্মরণেে রাখিবে এই বঙ্গভুমি ।
আকাশে বাতাসে বাজে বিদ্রোহী সুর  
জনতার হাক ওরা সাম্যবাদী ,
তোমার কবিতা গানে ওরা পায় বল  
চেতনায় জাগে ঐ মানবতাবাদী ।
ক্ষমতার মসনদে বসে আছে যারা  
দেখায় দম্ভ করে আস্ফালন ,
তার বিরুদ্ধে সদা কবির কবিতা  
বিদ্রোহ বাণী করে উচ্চারণ ।
দেখেছি তোমার চোখে ভালবাসা প্রেম  
নার্গিস বনে ব্যকুলতায় ভরা ,
চিনেছি তোমায় আমি বিদায়ের ক্ষণে  
প্রিয়তম কবি আঁখি অশ্রু ঝরা ।
যুগ যুগ ধরে রবে তোমার কীর্তি  
বাঙলার বুকে হে কবি নজরুল ,
কবিতা গান গল্প উপন্যাসের  
পাতায় কবি যে সদ্য ফোটা ফুল ।

                    *******


২৯ শে আগষ্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যু বার্ষিকী,
নজরুল আমার চেতনায় অমর হয়ে আছেন , আমার আদর্শ আমার কবিতার
প্রেরণার একজন কবি নজরুল , তার প্রতি রইলো আমার শ্রদ্ধা ও দোয়া
আল্লাহ যেন তার সকল দোষ ত্রুটি ক্ষমা করে তাকে জানন্নাতবাসী করেন ।