কখন আসবে মরন জানে তা অন্তর্যামী,
জানি শুধু একদিন থাকবোনা আমি ;
সেদিনও কি তোমরা আমায় ভালবাসবে,
লক্ষ তারার মাঝে তোমরা আমায় খুজবে?
স্মৃতির অতলান্তে হারিয়ে যাব একদিন,
মরিচিকা হব, আমায় খুজে পাবে না সেদিন।
ছেঁড়াখোঁড়া জীবনে শীর্ণ হাহাকার লয়ে,
কন্টকাকীর্ণ জীবনের দুর্বিসহ গ্লাণি বয়ে ;
আর পারছিনা  পথ চলতে।
চেয়েছি আমি কিছু বলতে,
বলতে পারিনি আজও, পারবোনা কখনও ;
জীবনের অব‍্যক্ত যন্ত্রনায় জ্বলছি এখনও।
তবু সাধ জাগে মনে,
নিরবে ও সংগোপনে ;
চিরকাল থাকি যেন বেঁচে তোমাদের মনে,
স্মৃতি হয়ে দোলা দেই যেন সকলের প্রাণে।