উচ্চ শিক্ষা নিতে এখন সবাই যায়
ইউরোপ আমেরিকায় ,
সবাই বলে ওরা নাকি সবার সেরা
জগতে শিক্ষা সভ্যতায় ।
তাদের মধ্যে আবার সেরা দেশ
আজ মার্কিন যুক্তরাষ্ট্র ,
সে দেশের নেতারা দাবী করেন
শক্তিতে তারা সর্বশ্রেষ্ঠ ।
সভ্য বলে দাবী করে আজও
ওরা রয়ে গেছে বর্বর ,
বর্ণবাদী আচরনে ওরাই সেরা
দেখছে বিশ্ব চরাচর ।
সাদা কালোর লড়াই সে দেশে
চলছে যুগ যুগ ধরে ,
নেতারা সে লড়াইকে পুজি করে
শুধুই রাজনীতি করে ।
বহুকাল আগে আব্রাহাম লিঙ্কন
পরে মার্টিন লুথার কিং ,
লড়াই করে জীবন দিয়েছেন
ভাঙ্গেনি সাদা ষাড়ের শিং ।
আজও তাই জর্জ ফ্লয়েডরা মরে
সাদাদের হাটুর তলে ,
প্রতিবাদ করায় আবার নেতার
দেহমনে আগুন জ্বলে ।
যতই আগুন জ্বলুক চারিদিকে
কালোরা পিছু হটবেনা ,
বর্ণবাদের অবসান চায় নইলে
রাজপথও ছাড়বে না।
বিনা বিচারে মানুষ হত‍্যা করে তারা
করছে ভিষন অন‍্যায়,
সাদা কালোর দ্বন্দ্ব আজও কেন হায়
থাকবে সভ‍্য দুনিয়ায়?