মিথ্যে বলা পাপ কথটি ভূলেই গেছে লোকে,
সত্যবাদী জ্ঞানী মরলে কাদে না কেউ শোকে ।


লোক দেখানো মাতম করে মনে মনে বলে,
'ঘুষ খাওয়ায় বাঁধা দেয়ার আপদ গেছে চলে ।"


হাতেখড়ি হয়না কারও আদর্শলিপি বই দিয়ে,
"সদা সত্য কথা বলবে"লেখা যে সেই বইয়ে ।


কেউ বলেনা গুরুজনে মান্য করো, সৎ পথে চলো;
আসুক যত বিপদ তোমার, 'সদা সত্য কথা বলো ।'