এ জীবনে হয়ত হবেনা তোমায় পাওয়া
হে স্বাধীনতা !
ত্রিশ লক্ষ মানুষের রক্তে ভেজা আমার
প্রিয় স্বাধীনতা ।
স্বাধীনতা যদি হয় চোরাকরবারি,মজুতদারী
আমি তা চাইনা,
স্বাধীনতা যদি হয় দুর্নীতিতে প্রথম হওয়া
আমি তা মানিনা ।
স্বাধীনতা যদি হয় গুম হয়ে যাওয়া
আমি তা দেখবো না,
স্বাধীনতা যদি হয় ধর্ষিতা নারীর আহাজারী
আমি তা শোনবো না ।
স্বাধীনতা যদি হয় ভাই ভাইয়ের রক্ত নেয়া
আমি তা  মানতে পারিনা,
স্বাধীনতা যদি হয় স্বার্থের দন্ধ অর্থের লালসা
আমি তা গ্রহণ করিনা ।
স্বাধীনতা যদি হয় প্রশ্ন ফাস পরীক্ষায় টোকাটুকি
সে আমার কাম্য নয় ,
দেশজুড়ে ড্রাগের নেশা ইয়াবার ছড়াছড়ি
স্বাধীন দেশে কেন এমন হয় ?
কত ধর্ষিতা নারীর আর্তচিৎকার
কত শিশুর মরন আর্তনাদ,
যুদ্ধ আর ধ্বংসের পর চেয়েছি যে স্বাধীনতা
আজও পেলামনা তার স্বাধ ।