৭ই মার্চ, ১৯৭১ ইংরেজী বর্ষ
জনতার পদভারে প্রকম্পিত রেসকোর্স ময়দান,অস্থিরতা চারিদিকে;
মঞ্চে এলেন বাঙালীর নয়নের মণি, শেখ মুজিবুর রহমান যার নাম ।
মেরুদন্ড সোজা করে মুষ্ঠিবদ্ধ ডানহাত তুলে ঘোষণা করলেন তিনি,
"এবারের সগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"


মূহুর্তেই বদলে গেল বাঙালীর জীবন বদলে গেল ঢাকার রাজপথ,
অফিস আদালত ফাকা করে বাঙালীরা সব নেমে এলো  রাজপথে;
মনে সবার বাসনা স্বাধীনতার লাগি মুক্তিসংগ্রামে শরিক হতে হবে,
অসহযোগ আর প্রতিরোধ সংগ্রামে সকলে জোট বাঁধে একসাথে ।


২৫শে মার্চ, ১৯৭১ ইংরেজী বর্ষ
গভীর রাত হঠাৎ গর্জে ওঠে রাইফেল স্টেনগান আর এলএমজি,
ট্যাংকের গর্জনে প্রকম্পিত ঢাকার রাজপথ মানুষের মৃত্যুচিৎকার;
ভয়াল সে কালো রাত হানাদার পাকসেনারা হিংস্র হায়নার মত,
ঝাপিয়ে পড়ে নিরস্র বাঙালী নিধনে,চারিদিকে জাগে হাহাকার ।


২৬শে মার্চ,১৯৭১ ইংরেজী বর্ষ
হতবাক বাঙালী শোনে ভেসে আসা বেতারে স্বাধীনতার ঘোষণা,
ভূলে যায় স্বজন হরানোর ব্যথা মুছে ফেলে সব মায়ার বাঁধন;
হাতে তুলে নেয় অস্র গড়ে তোলে প্রতিরোধ লেখা হয় ইতিহাসে
রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের কথা, যা করেছে বাঙালীর স্বপ্ন পূরণ ।


নয় মাসের গেরিলা যুদ্ধ আর সশস্র সংগ্রাম
গৌরবে সমূজ্জল আমাদের স্বাধীনতার যুদ্ধ,
হাজারো মা বোনের ইজ্জত আর লক্ষ প্রাণের
বিনিময়ে অর্জিত স্বাধীনতা ঐতিহ্যে সম্বৃদ্ধ ।


১৬ই ডিসেম্বর,১৯৭১ ইংরেজী বর্ষ
পরাভূত পাক হানাদার যুদ্ধের হলো অবসান
জয়বাংলা প্রতিধ্বনি শুনি দমকা বাতাসে ,
লাল সবুজের মাঝে বাংলাদেশের মানচিত্র
বিজয় নিশান উড়লো বাংলার আকাশে।


( ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, তারই স্মরণে কবিতাটি উৎসর্গ করলাম )