মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার কথামালা
বিনেসূতায় গাঁথা,
ত্রিশ লক্ষ শহীদের রক্তে লেখা
বাংলাদেশের স্বাধীনতা ।
যুদ্ধ শুরু বায়ান্নতে বাংলা ভাষার
মান রাখার আন্দোলনে,
শেষ হয় একাত্তরে মুক্তিযুদ্ধে
পাকহানাদারদের বিতাড়নে ।
স্বাধীনতার যুদ্ধে হারিয়েছে
লাখো মা বোনর ইজ্জত,
জ্বলে পুরে ছাই হয়েছে
বাংলা মায়ের সম্পদ ।
তবু বাংলার দমাল ছেলরা
যায়নি পিছু হটে,
অস্র হাতে প্রতিরোধের যুদ্ধে
অংশ নিতে ছোটে ।
যুদ্ধ করে জীবন দিয়ে এনেছে ওরা
মুক্ত স্বাধীন দেশ ,
স্বাধীনতা তুমি সবার মনে জাগাও
দেশ প্রেমের আবেশ ।