স্বাধীনতা তুমি মোর হৃদয়ের কোণে
জেগে ওঠা বেদনার তীব্র জলোচ্ছ্বাস,
সম্ভ্রম হারানো নারী কাঁদিছে গোপনে
ত্রিশ লক্ষ শহীদের ক্ষুব্ধ দীর্ঘশ্বাস!
স্বাধীনতা এলো দিতে মুক্তির বারতা
পরাধীনতার ছায়া নিয়েছে বিদায়,
তবু কেন চারিদিকে কাঁদিছে জনতা
কেন এত প্রতারণা দেখি এ বাংলায়!


স্বাধীনতা পেয়ে মোরা পেয়েছি পতাকা
মানচিত্রেও পেয়েছি নিজস্ব ঠিকানা,
স্বৈরাচার কেড়ে নিল জীবনের চাকা
বর্গী নেই তবু আছে শোষণ বঞ্চনা!


স্বাধীনতা তুমি রক্তে লেখা এক নাম,
বুকের রক্তে আজও দেই তার দাম।