আহলান সাহলান মাহে রামাদান,
বছর ঘুরে এলোরে পবিত্র রমজান ;
নামাজ রোজায় মন দাও মুসলমান,
হৃদয়ে ধারণ করে গো পূর্ণ ঈমান।
আল্লার উপর রেখে সুদৃঢ় বিশ্বাস,
রোজা রবে দিনে থেকে উপবাস ;
রহমত মাগফেরাত নাজাতের মাস,
পাপ ও পাপীর আজ হবেরে বিনাশ।

ত‍্যাগ তিতিক্ষা র মাস মাহে রমজান,
এই মাসে সবে কর বেশী বেশী দান :
গরীব দুঃখীর কষ্টে কাঁদে যেন প্রাণ,
ইবাদতে খুশি হবে আল্লাহ মহান।
পেতে যদি চাও তুমি পরকালে মুক্তি,
কোরানের আলোময় করো প্রাণ শক্তি।