জন্ম থেকে আজ অব্দি নিজ চোখে দেখি ,
পৃথিবী ঘুরছে নিজ কক্ষপথে থাকি ;
অসীম চরাচরে যা কছু বিদ্যমান ,
অনাধিকাল হতে তা আছে চলমান ।
জন্মিলে মরিতে হবে চিরন্তনী বাণী ,
জানে সবে যত আছে জগতের প্রাণী ;
প্রাণীর জীবন চক্র এক সূত্রে গাথা ,
মানবজীবন তা ও এক ছকে বাঁধা ।


সূর্য ওঠে পূবাকাশে ডোবে সে পশ্চিমে ,
চন্দ্রতারা থাকে শুধু রাতের আকাশে ;
চাঁদের আলোয় ভরা পূর্ণীমার রাত ,
অমাবস্যায় আধার থাকে সারারাত ।
শুধু পৃথিবীটা তার রূপ বদলায় ,
মানুষের গড়া সব কর্ম দক্ষতায় ।