হরিণ হরিণ আঁখি ঘন কালো চুল,
ঠোঁটে তে মধুর হাসি কণ্ঠে বাজে সুর ;
উদাস তোমার দৃষ্টি করি আমি ভুল,
লাজে রাঙা রূপ দেখে হই আমি চুর।
  
যা কিছু সঞ্চয় ছিল আমার  জীবনে ,
দিলাম তারে তোমার দুটি হাতে তুলে ;
তোমায় পাবনা কাছে এ ভরা যৌবনে ?
ভালবাসা দেবে না গো থাকবে কি ভুলে !

সখী তুমিই আমার প্রেম কল্পতরু ,
মিথ্যে অভিমানে তুমি থেকো না গো দূরে ;
তোমায় দেখে আমার প্রেম হলো শুরু  
সেই প্রেম বৃথা যেন হয়না অঙ্কুরে ।

তোমার প্রেমে পাগল আমি দেওয়ানা,
ছলনা নয় গো প্রেম চাই যে নজরানা ।



শেক্সপীয়রীয় সনেট