চুপচাপ দেখে যা
কথা বলিস না ,
চোখটা খোলা রাখ
দৃষ্টি ফেলিস না ।


ফিসফিস কথা  হয়
শুনেও শুনবি না ,
কান তুই খাড়া রাখ
তুলো দিবি না ।


দেখ কেমনে নেতারা
বলছে মিথ্যে কথা ,
দেখেও ওরা দেখে না
গরীব দুঃখীর ব্যথা ।


ব্যবসায়ীরা একজোট
করে সিন্ডিকেট ,
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
বাড়ছে  খালিপেট ।


বিচারপতি ঘুষ খায়
পুলিিশেরটা আগে ,
আমলাদের না দিলে
ফাইল কি আর বাগে !


সবই তোরা দেখে যা
কথা বলিস না ,
শ্লোগান দিয়ে বৃথাই
কোমর ভাঙ্গিস না ।


ন্যায়ের কথা বলে একবার
পিছন ফিরে তাকা ,
দেখবি চোখে সর্ষে ফুল
মাঠ টা পুরো ফাঁকা ।


আজ ভুবনে সকলেই
শক্তের ভক্ত ,
জনতার তাই ভীষণ
ঠাণ্ডা রক্ত ।
      *****


বাগে - আঞ্চলিক কথ‍্য ভাষা অর্থ সম্মূখে এগুনো