ন‍্যায়ের কথা নীতির কথা
মুখেই সবাই বলে,
কাজের বেলা ইচ্ছে মাফিক
নিজ খেয়ালে চলে।

মানবতা সাম‍্যের কথা
কবিতা গানেই শুনি,
জীবন চলার পথে মোরা
কেউ কিছুই না মানি।

প্রেম ভালবাসা মিথ‍্যে সব
সবই ছলনার খেলা,
স্বার্থের লাগি বসেছে হেথা
সুখের পায়রার মেলা।