মৃত‍্যু সবার আশেপাশে করে আনাগোনা,
সময় হলে জীবনে  সে ঠিক দেয় হানা ;
জীবন যুদ্ধে হেরে যে আছেন বৃদ্ধাশ্রমে,
মৃত‍্যুপানে ঠেলে দিচ্ছি তারে ক্রমে ক্রমে।
ভালবাসার কাঙ্গাল সে করে হাহাকার,
খোকা কবে আসবে ফিরিয়ে নিতে আবার ;
সময় ফুরিয়ে যায় মরন কাছে আসে,
খোকা আর আসেনা ফিরে,বসেনা পাশে।