যখন সন্ধ্যা ঘনায় সূর্য ভুলে তেজ ,
সে সময়ে তুমি ফুটো হে সন্ধ্যামালতি ;
আলো আঁধারেতে তুমি থাক যে সতেজ ,
নানা বর্ণে ফুটে রও তুমি রূপবতি ।
লাল হলুদ ম্যাজেন্ডা গোলাপী ও সাদা ,
দেখতে তোমায় লাগে খুব তরতাজা ;
নারীর খোপায়  ওগো পড়ো তুমি বাঁধা ,
তোমার মালায় খুশী রাজা মহারাজা ।


কেউ ডাকে সন্ধ্যামনি কেউ কৃষ্ণকলি ,
সকাল সন্ধ্যা বলেও ডাকে কেউ কেউ ;
পাঁচটি রঙ্গের ফুলে সাজাই অঞ্জলী ,
পেরু থেকে এলে নিয়ে প্রেমময় ঢেউ ।


তোমায় ঘিরিয়া থাকে সব মৌ পিয়াসী ,
রূপের মাধুরী লয়ে তুমি যে শ্রেয়সী