সংসার বসতি এক মায়ার বাঁধন ,
প্রেমের বাঁধনে বাঁধা দারা পরিবার ;
সুখ সম্বৃদ্ধির তরে ভজন সাধন ,
স্নেহ মায়ায় একত্রে খেয়া পারাপার ।


সকলে গড়তে চায় সুখের সংসার ,
যেখানে থাকবে সদা প্রীতির বাঁধন ;
ঝড় এসে ভেঙ্গে তারে করে যে ছারখার ,
তখনই ধরা দেয় কে সে আপনজন ।

আঁধার আলোয় ভরা প্রতি অনুক্ষণ ,
লোভ লালসার মাঝে নিত্য বসবাস ;
এরই মাঝে সংসার গড়ে অভাজন ,
নিয়ে আশা সুখে থাকা হবে অবিনাশ ।

প্রমোদ তরী নয় সে রঙ্গ মঞ্চ নয় ,
জীবন যুদ্ধে বাহন হয়ে টিকে রয় ।



( শেক্সপীয়রিয় রীতির সনেট তবে অন্ত্যমিলে কিছুটা ভিন্নতা আছে )